আজ বিশ্ব বিড়াল দিবস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৫, ১০:৩২| আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:৫৮
অ- অ+

বিশ্বে বর্তমানে পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিড়াল। নানা ভঙ্গিমায় আদর-আহ্লাদ আর খেলাধুলায় মায়ার বাঁধনে জড়ায় এই ছোট প্রাণীটি। আজ এই আদুরে প্রাণীটির জন্য বিশেষ দিন। প্রতি বছর ৮ আগস্ট পালন করা হয় বিশ্ব বিড়াল দিবস।

বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সবার আগ্রহ বিড়াল পালনের প্রতি। আর ইসলাম ধর্মে বিড়ালকে পরিচ্ছন্ন প্রাণী হিসেবে লাল-পালনে উৎসাহিত করা হয়েছে।

২০০২ সালে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (IFAW) সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়। এর পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

আমাদের দেশে বিভিন্ন প্রজাতির বিড়াল পাওয়া যায়। দেশি, পার্সিয়ান, মিক্সড ব্রিড, বেঙ্গল, সাইবেরিয়ান ইত্যাদি। তবে সহজলভ্য বলে সবচেয়ে বেশি দেখা যায় দেশি, পার্সিয়ান ও মিক্সড ব্রিড বিড়াল।

বিড়ালের সবচেয়ে বেশি যে রোগ হয় তা হলো ফ্লু। প্রথম তিন থেকে ছয় মাসের মধ্যে ফ্লুর টিকা দিতে হয়। এছাড়া প্রতি বছর একবার ভ্যাকসিন দিলে বিড়ালের আচঁড় বা কামড় থেকে বিপদের আশঙ্কা থাকে না।

বিড়াল থেকে স্বাস্থ্যঝুঁকি

টক্সোপ্লাজমোসিস নামের একটি পরজীবী বিড়ালের মলের মাধ্যমে ছড়ায়। মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে। তবে গর্ভাবস্থায় এ রোগটি মায়ের জন্য ক্ষতিকর হতে পারে।

বিড়ালের শরীরে উকুন, ফ্লি বা অন্যান্য পরজীবী থাকলে তা মানুষের ত্বকে সংক্রমণ ঘটাতে পারে।

কিছু ব্যাকটেরিয়া বিড়ালের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যেমন সালমোনেলা বা ক্যাম্পাইলোব্যাক্টর।

বিড়ালের যত্ন ও সতর্কতা

নিয়মিত বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বিড়ালকে নিয়মিত গোসল করানো এবং লোম পরিষ্কার রাখতে হবে।

বিড়ালের লিটার বক্স পরিষ্কার করার সময় গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে। বিড়ালের সঙ্গে খেলার পর হাত ভালো করে ধুয়ে নিতে হবে।

(ঢাকাটাইমস/৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শপিং মলে ধাক্কা দিয়ে টাকা ও স্বর্ণ চুরি, নারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
ফ্রান্সের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পাচ্ছেন ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা