শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ০৯:৩৫
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠন শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে বিজয় র‍্যালিটি শুরু হয়।

র‍্যালীতে বর্ণিল সাজে সজ্জিত নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ধারণ করেন। র‍্যালিতে সবার দৃষ্টি কাড়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক শিশুর অবয়ব। আবহমান গ্রাম বাংলার চিরায়ত ধানের খেত, কৃষকের পরিচর্যা, ধান কাটা, মাড়াই, বাছাই ও গ্রামীণ পরিবারের বিভিন্ন দৃশ্য আশপাশের মানুষের মন কাড়ে। প্রায় ২শ' ফুট দীর্ঘ জাতীয় পতাকার দৃশ্যে গোটা র‍্যালি পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দলীয় প্রতীক ও কর্মসূচির নান্দনিক এ পরিবেশনা বাংলাদেশী জাতীয়তাবাদের এক আবহ ফুটিয়ে তোলে এলাকাজুড়ে। র‍্যালিটি শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সমাবেশে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মোস্তফা কামাল বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারী হিসেবে আনোয়ার হোসেন খোকন ভাই আসছে এই বার্তা আজ আপনাদের দিয়ে দিয়েছি। আমি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিন্টু মিয়াজী, মোশাররফ হোসেন টুটুল, বিল্লাল হোসেন খোকন, শামছুল আলম, এহতেশামুল হক সজীব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি , ফখরুল ইসলাম, ছাত্রনেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ।

দুপুর ২টার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকে । বিকেল সাড়ে ৫টায় বিজয় র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ বৃহৎ র‍্যালিতে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে বলে নেতা-কর্মীরা দাবি করেন।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/ জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
অবসরে পাঠানো হচ্ছে পুলিশের ৯ পরিদর্শককে
ঢাকাসহ ৭ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের আশঙ্কা
রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা