কারা হেফাজতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু

কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আদনান খন্দকার নামের এক ব্যবসায়ী মারা গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আদনান খন্দকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলমের (পোখরাজ) ছেলে এবং রাজওভারশীস লিমিটেডের মালিক ছিলেন। বাবার মৃত্যুর পর থেকে তিনি পারিবারিক ব্যবসা পরিচালনা করতেন।
কারা সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তার হয়ে আদনান কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হন। বুধবার বেলা ২টা ১০ মিনিটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, চিকিৎসকেরা জানিয়েছেন আদনান হৃদরোগে ভুগছিলেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আদনানের এক স্বজন অভিযোগ করে বলেন, মা–বাবার একমাত্র সন্তান আদনান আরাম–আয়েশে অভ্যস্ত ছিলেন। কারাগারের পরিবেশ ও অতিরিক্ত গরম তার জন্য সহনীয় ছিল না, যা অসুস্থতার কারণ হতে পারে।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এলএম)

মন্তব্য করুন