হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ, দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১২:৪৩| আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৪:২৫
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলা ও উপজেলা নির্বাচন অফিসগুলোতে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

খসড়া তালিকায় নতুন ভোটার হিসেবে ৪৫ লাখের বেশি নাম যুক্ত হয়েছে। একই সঙ্গে প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটাররা ২১ আগস্টের মধ্যে নিজের তথ্যের কোনো ভুল-ত্রুটি বা আপত্তি থাকলে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

খসড়া তালিকা অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ১২২৪ জন।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের-ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “চলতি বছরের ২ মার্চ দেশে ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

“হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। একই সময়ে মৃত্যু ও অন্যান্য কারণে তালিকা থেকে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।”

ইসি সচিব জানান, “সম্পূরক খসড়া আজকে আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের কোনো সংশোধনী থাকলে সেগুলো আমাদের জানাবেন। সংশোধনী অনুযায়ী এটা ৩১ আগস্ট আমরা চূড়ান্ত করব।

“এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করব। কাজেই চলতি বছর আমরা তিনটি ভোটার তালিকা পাচ্ছি।”

ইসির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত চলা নিবন্ধন কার্যক্রমে মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। উল্লেখযোগ্য যে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী অথচ ভোটার হননি এমন ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯ জন নিবন্ধন করেছেন।

মৃত ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ ৭৬ হাজার ৮১৪টি তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫টি সার্ভারে সংশোধিত হয়েছে।

নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করবে।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরি, চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
চাঁদাবাজির রাজত্ব: ২০২৪ থেকে শিক্ষা নেই,বরং পুরনো নোংরা খেলাই এখন মহোৎসবে!
লুট হওয়া অস্ত্র উদ্ধারে এবার নতুন কৌশলে সরকার
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল মাথাবিহীন ৮ টুকরো লাশ: মূলহোতাসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা