চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরি, চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১৫:১৯| আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৫:৩১
অ- অ+

রাজধানীতে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—জহিরুল (২২), আলমগীর (৩২), মেহেদী (২১) ও ইয়ামিন (১৯)।

রবিবার মিরপুর মডেল থানার একটি টিম আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এদিন দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সজিবুল ইসলাম রাসেল (২২) গত ৩ আগস্ট বিকালে মিরপুর-১০ গোল চত্বরের ফায়ার সার্ভিসের সামনে থেকে দুই অজ্ঞাত ব্যক্তিকে অটোরিকশা ভাড়া দেন। তারা প্রথমে শের-ই-বাংলা নগরের জাতীয় পঙ্গু হাসপাতালে এবং পরে মোহাম্মদপুরের শ্যামলীতে নিয়ে যায়। সেখানে আরও দুইজন যোগ দেয়। একপর্যায়ে তারা রাসেলকে একটি বেকারি থেকে রসমালাই খাওয়ায়, যাতে চেতনানাশক মেশানো ছিল। অল্প সময়ের মধ্যেই রাসেল অচেতন হয়ে পড়েন। চোরেরা তাকে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি চুরি হওয়ার পর ভুক্তভোগীর জ্ঞান ফেরে ৬ আগস্ট রাত ৮টার দিকে। পরে তিনি জানতে পারেন, এক অজ্ঞাত রিকশাচালক তাকে মিরপুর-১০ এ বাসায় পৌঁছে দিয়েছিলেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস /১০আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাউদকান্দিতে ২ কোটি ২৩ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক বাতিল
বিএনপির সম্ভাব্য প্রার্থী জরিপ: সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুডবুকে যারা
ডিএমপির সাবেক উপ-কমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা