ফরিদপুরে শাবলের আঘাতে জামাল মাতব্বর হত্যা: র্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় শাবলের আঘাতে জামাল মাতব্বর (৫২) হত্যা মামলায় মো. সোবাহান মোল্লা (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
রবিবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৪ এপ্রিল রাত ১০টার দিকে জামাল মাতব্বর ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ২-৩ জন দুষ্কৃতকারী ঘরের সিটকানি ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আসামি সোবাহান মোল্লাসহ অন্যরা জামাল মাতব্বরের সঙ্গে ধস্তাধস্তি করে এবং একজন তার অণ্ডকোষে লোহার কাটা শাবল দিয়ে আঘাত করে। এতে তিনি মেঝেতে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে দুষ্কৃতকারীরা দরজা দিয়ে পালিয়ে যায়।
জামালের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০ এর সহায়তা চান। পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের সালথা থানার ভাবুকদিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি সোবাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএম)

মন্তব্য করুন