ডিএমপির সাবেক উপ-কমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে রংপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত কাজী মনিরুজ্জামানকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু কাজী মনিরুজ্জামান বিনা অনুমতিতে গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সেহেতু কাজী মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) অনুযায়ী 'অসদাচরণ (Misconduct) ও পলায়ন (Desertion)" এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ২৫ নভেম্বর ২০২৪তারিখ থেকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএম)

মন্তব্য করুন