আইএফআইসি ব্যাংকে ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট‘ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’ শীর্ষক অনুষ্ঠান। ব্যাংকের ডাটা প্রসেসিং ও আইটি সিস্টেম ম্যানেজমেন্ট এবং লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনিদের উদ্দেশে সম্প্রতি আয়োজন করা হয় অনুষ্ঠানটি।
ব্যাংকের সিনিয়র মানেজমেন্ট টিমের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
এ সময় সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ভবিষ্যৎ ব্যাংকিংয়ে সফলভাবে অবদান রাখতে হলে তরুণ ম্যানেজমেন্ট ট্রেইনিদের পেশাদারি, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তরিকতা, দক্ষতা ও কর্পোরেট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালনের প্রতিও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের অভিনন্দন জানান এবং তাদের নতুন পথচলায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/মোআ)

মন্তব্য করুন