বিএনপির সম্ভাব্য প্রার্থী জরিপ: সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুডবুকে যারা

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশব্যাপী বিএনপির করা জরিপ, দলটির বিশ্বস্ত সূত্র, জেলা বিএনপির শীর্ষনেতা এবং ঢাকা টাইমসের স্থানীয় প্রতিনিধিদের তথ্য সমন্বয়ে সারা দেশে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করেছে ঢাকা টাইমস। ইতিমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঢাকাটাইমসে প্রকাশিত হয়েছে।
আজ প্রকাশ করা হলো সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিএনপির গুডবুকে আছেন যেসব মনোনয়নপ্রত্যাশী, তাদের তালিকা। পরের ধাপে প্রকাশ করা হবে খুলনা ও বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নাম।
বিএনপির গুডবুকে থাকা সিলেট ও ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন:
সিলেট বিভাগ
সুনামগঞ্জ-১ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, কামরুজ্জামান কামরুল এবং আব্দুল মোতালিব খান।
সুনামগঞ্জ-২ আসনে সাবেক এমপি এবং ২০১৮ নির্বাচনে অংশ নেওয়া নাছির উদ্দীন চৌধুরী, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহের রহমান পাভেল এবং যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার তাহের।
সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ।
সুনামগঞ্জ-৪ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলার সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং জেলার সাবেক সহসভাপতি আবুল মনসুর মো. শওকত।
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী এবং জেলা আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
সিলেট
সিলেট-১ (সদর-মহানগর) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির এবং সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট-২ (বিশ্বনাথ-উছমানীনগর): আসনে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার মনোনয়ন অনেকটাই নিশ্চিত। তবে, এ আসনে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ন কবিরও মনোনয়ন প্রত্যাশী।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ-মহানগর আংশিক) আসনে জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার আব্দুস সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন), সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপলু।
সিলেট-৬ আসনে জেলার সাবেক আহবায়ক ও ২০১৮ সালের নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সাল আহমেদ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য আ ম অহিদ আহমদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জাসাস সভাপতি হেলাল খান, সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার তামিম ইয়াহহিয়া আহমেদ এবং বিএনপি চেয়ারপার্সনের মধ্যপ্রাচ্য-এর দূত ড. এনামুল হক চৌধুরী।
মৌলভীবাজার
মৌলভীবাজার-১ আসনে জেলার সাবেক সহসভাপতি নাসির উদ্দীন মিঠু,কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সাবেক পৌর মেয়র মো. ফখরুল ইসলাম, জেলার সাবেক সদস্য আব্দুল হাফিজ এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান খসরু।
মৌলভীবাজার-২ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু। জোটবদ্ধ নির্বাচন হলে এখানে জাপা (কাজী জাফর) সাবেক এমপি নওয়াব আলী আব্বাস মনোনয়ন পেতে পারেন।
মৌলভীবাজার-৩ আসনে জেলার সাবেক সভাপতি নাসের রহমান, জেলা আহবায়ক ফয়জুল করিম ময়ুর এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান (হাজী মুজিব) এবং সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু।
হবিগঞ্জ
হবিগঞ্জ-১ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সুজাত মিয়া। এখানে প্রয়াত সাবেকমন্ত্রী শাহ এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াও মনোনয়ন পেতে পারেন।
হবিগঞ্জ-২ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিত এবং বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন।
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস এবং জেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম।
হবিগঞ্জ-৪ আসনে বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোসম্মৎ শাম্মী আক্তার, আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এসএম ফয়সল।
ময়মনসিংহ বিভাগ
জামালপুর-১ আসনে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। তবে, এখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমও মনোনয়ন প্রত্যাশী।
জামালপুর-২ আসনে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এসএম আব্দুল হালিম।
জামালপুর-৩ আসনে সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এবং বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বদরুজ্জামান বাদল।
জামালপুর-৪ আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
জামালপুর-৫ আসনে বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় সদস্য সিরাজুল হক, বিএনপির সহ স্বনির্ভর সম্পাদক নিলুফার চৌধুরী মনি, কর্নেল অব. মনিরুল ইসলাম কৃষক দল নেতা গাউছুল আজম শাহীন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম এবং মহিলা দল নেত্রী সায়েদা বেগম শ্যামা।
শেরপুর
শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা, জেলার সাবেক আহবায়ক আলহাজ্ব হযরত আলী এবং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ।
শেরপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ফাহিম চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান।
শেরপুর-৩ সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং জেলার সাবেক সদস্য মেজর অব. মাহমুদুল হাসান।
ময়মনসিংহ
ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরাম সালেহ প্রিন্স, সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খান, উত্তর জেলা আহবায়ক এনায়েত উল্লাহ কালাম, পৌর বিএনপির আহবায়ক হাজী মো. সাকেরুল্লাহ।
ময়মনসিংহ-২ আসনে উত্তর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ।
ময়মনসিংহ-৩ আসনে উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আজিজুল হক, বিএনপির কেন্দ্রীয় সদস্য এম ইকবাল হোসেন এবং উত্তর জেলা নেতা অ্যাডভোকেট মো. নুরুল হক।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, দক্ষিণ জেলার সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর যুগ্ম আহ্বায়ক এমএ হান্নান, মহানগর আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম এবং মহানগর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
ময়মনসিংহ-৫ আসনে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ময়মনসিংহ-৬ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ফারুক, সাবেক ভিপি আশিকুল হক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ।
ময়মনসিংহ-৭ আসনে দক্ষিণ জেলার সাবেক আহবায়ক ডা. মো. মাহবুবুর রহমান লিটন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।
ময়মনসিংহ-৮ আসনে সাবেক এমপি নুরুল কবির শাহীন এবং উপজেলা আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
ময়মনসিংহ-৯ আসনে সাবেক জেলা নেতা আবু নাসের খান চৌধুরী, উপজেলার বর্তমান আহবায়ক ইয়াসের খান চৌধুরী, উপজেলা সভাপতি মামুন বিন আব্দুল মান্নান এবং সাবেক পৌর মেয়র এফএম আজিজুল ইসলাম পিকুল (অব্যাহতিপ্রাপ্ত) এবং তার সহোদর রফিকুল ইসলাম।
ময়মনসিংহ-১০ আসনে দক্ষিণ জেলা সদস্য অ্যাডভোকেট আল ফাত্তাহ মো. আব্দুল হান্নান খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিকুর রহমান, সাবেক এমপি সুলতান-এর পুত্র মুশফিকুর রহমান, জেলা সদস্য ডা. আবু মো. মোফাখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক।
ময়মনসিংহ-১১ আসনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোর্শেদ আলম এবং উপজেলা সাবেক আহবায়ক (অব্যাহতিপ্রাপ্ত) ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।
নেত্রকোনা
নেত্রকোনা-১ আসনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং অজমল হোসেন পাইলট।
নেত্রকোনা-২ আসনে জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, জেলার সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য আরিফা জেসমিন এবং সাবেক ছাত্রদল নেতা আনোয়ারুল হক।
নেত্রকোনা-৩ আসনে জেলা সচিব রফিকুল ইসলাম হেলালী, জেলা সদস্য দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল এবং ইঞ্জিনিয়ার মোস্তোফা ই জামান।
নেত্রকোনা-৪ আসনে সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মিসেস বাবর, বিএনপির কেন্দ্রীয় কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট রোকসানা কানিজ ফাতেমা পলমল এবং জেলা সদস্য তাহসিনা জামান শ্রাবনী।
নেত্রকোনা-৫ আসনে জেলা যুগ্ম আহ্বায়ক আবু তাহের তালুকদার, সাবেক এমপি মোহাম্মদ আলীর সহধর্মিণী রাবেয়া খাতুন এবং সাবেক ছাত্রদল নেতা এএসএম শহিদুল্লাহ একরাম।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-১ আসনে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, জেলা কমিটির সহসভাপতি শরিফুল ইসলাম এবং রুহুল হোসেন।
কিশোরগঞ্জ-২ আসনে যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন আকিল, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং অ্যাডভোকেট জালাল উদ্দীন।
কিশোরগঞ্জ-৩ আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মনোনয়ন না চাইলে জেলা বিএনপির সহসভাপতি জালাল মোস্তফা গউস, জাহাঙ্গীর আলম মোল্লা এবং জেলা নেতা সাইফুল ইসলাম সুমন মনোনয়ন প্রত্যাশী।
কিশোরগঞ্জ-৪ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান।
কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য মজিবুর রহমান ইকবাল।
কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম আলম।
(ঢাকাটাইমস/১০আগস্ট/মোআ)

মন্তব্য করুন