বাউফল উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান ঢালী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১৭:৫২
অ- অ+

পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদাবাজি মামলায় ১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-২ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান ঢালী চাঁদাবাজি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামির অনুপস্থিতিতে মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি শাহজাহান ঢালীকে ওই মামলার বিভিন্ন ধারায় সর্বমোট ১৮ বছর সশ্রম কারাদন্ড ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

তবে আসামির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব- এর একটি আভিযানিক রাজধানীর বাড্ডা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ৫ নির্দেশনা
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত
উখিয়ায় সরকারি রাস্তা কেটে ফসলি জমি তৈ‌রি 
দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা