গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ০৯:৫৪
অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬৩ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৩০ জনে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬১টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহতের সংখ্যা ৩৬৩ জন। ইসরায়েলি হামলায় আহতের মোট সংখ্যা এখন ১ লাখ ৫৩ হাজার ২১৩ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা এখনও অনেক হতাহতকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে দেখছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নিহত এবং ৩০৪ জনের বেশি আহত হয়েছে। সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে এবং ২৭ মে থেকে ১২ হাজার ৮৯৪ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। গাজার মানবিক সংকট আরও গভীর হয়ে ওঠার সঙ্গে অনাহারে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে, যাদের মধ্যে ১০০ জন শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে একাধিক হামলা চালায়, যেখানে প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি নেয়া হয়। হামাসের ওই হামলার জবাব দিতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

১৫ মাসের টানা অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, বিরতির দুই মাস পূর্ণ হওয়ার আগেই ১৮ মার্চ থেকে গাজায় আবারও অভিযান শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের রয়েছে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চানখাঁরপুলে ৬ হত্যাকাণ্ড: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
‘ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কিনা’: এনসিপি নেতার কথোপকথন ফাঁস
সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা