‘ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না’: এনসিপি নেতার কথোপকথন ফাঁস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১১:০৬| আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:২৮
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়া এবং তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

রবিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো এক ভিডিওতে নিজাম উদ্দিনকে আন্দোলন বন্ধের শর্তে টাকা নিতে কথা বলতে শোনা গেছে। ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের এক ব্যক্তি নিজাম উদ্দিনের সঙ্গে ম্যাসেঞ্জারে কথোপকথন করছেন।

আফতাব জানতে চান, ‘যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে তখন কী করবো?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকা দিছে?’ আফতাব ‘হ্যাঁ’ বললে নিজাম উদ্দিন বলেন, ‘আরও বেশি নিতে প্রেশার দাও, দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না।’

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম অভিযোগ করেন, নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং এটি শুধু দুর্নীতিই নয়, ছাত্র ও জনতার প্রতি বিশ্বাসঘাতকতাও। তিনি জানান, এর আগেও নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

অভিযোগের জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘এই ভিডিও পুরোনো, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। যারা ভিডিও করেছে, তারা লাইভে এসে বিস্তারিত বলুক।’

এনসিপির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, ‘আগের অভিযোগ উঠলে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আলোচনা করে তাকে কমিটিতে রেখেছিলাম। নতুন অভিযোগ উঠায় নিয়ম অনুসারে তার কাছে ব্যাখ্যা চাইব।’

উল্লেখ্য, চলতি বছর ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন নগরের কাস্টমস মোড়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল ও সমাবেশ করেছিল। এরপর থেকে চাঁদাবাজির অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাবাহিনী নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে 'প্লট দুর্নীতি' মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা