হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।
চলতি বছরের ৯ এপ্রিল রাজধানীর উত্তরা এলাকায় টঙ্গী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর আগে ১২ মার্চ একই মামলায় উত্তরা পূর্ব থানায় জামিন পেয়েছিলেন শমী কায়সার।
গত বছরের ৫ নভেম্বর উত্তরা থেকে আটক হওয়া শমী কায়সার নিম্ন আদালতে জামিন আবেদন বিফল হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন এবং ১০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন জামিন পান। এরপর রাষ্ট্রপক্ষের আপিলের কারণে জামিন স্থগিত থাকলেও শেষ পর্যন্ত রুল শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়েছে।
এদিকে ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।
উল্লেখ্য, ১৯৭০ সালে জন্মগ্রহণ করা শমী কায়সারের মা পান্না কায়সার একজন লেখিকা ও সাবেক সংসদ সদস্য। তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। সুতরাং শমী কায়সার ও রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন