সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১৫:১৬| আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬:০৩
অ- অ+

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলার চত্বরে কাশিয়ানী উপজেলার সম্মিলিত সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না এবং সঞ্চালনা করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী প্রেসক্লাবের সহসভাপতি কাজী ওমর, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ইমরান

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেসকোর মোবাইল অ্যাপসের সেবা আগামী মঙ্গলবার বন্ধ থাকবে
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
মৌচাকে প্রাইভেট কারে দুইজনের মরদেহ উদ্ধার, যা জানা গেল
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের সাত কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা