সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না এবং সঞ্চালনা করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী প্রেসক্লাবের সহসভাপতি কাজী ওমর, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ইমরান

মন্তব্য করুন