পূর্বাচলে প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তিন দুদক কর্মকর্তার সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১৪:৪৮
অ- অ+

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের নীতিমালা ও আইন ভঙ্গ করে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারএমন অভিযোগে আদালতে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা।

সোমবার (১১ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে মামলার বাদী হিসেবে সাক্ষ্য দেন এই তিন কর্মকর্তা। তারা আদালতে জানান, রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে শেখ হাসিনা পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজউক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে এই বরাদ্দ দেন বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়।

দুদকের আইনজীবী সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, “ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা রাজউকের নীতিমালা লঙ্ঘন করেছেনএ তথ্য আদালতকে জানিয়েছেন সাক্ষীরা।

দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়।

আদালত এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছেন।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেসকোর মোবাইল অ্যাপসের সেবা আগামী মঙ্গলবার বন্ধ থাকবে
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
মৌচাকে প্রাইভেট কারে দুইজনের মরদেহ উদ্ধার, যা জানা গেল
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের সাত কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা