রোমে ড্রিমলাইনারে ডানার ফ্ল্যাপ বিকল, বিমানের ২৬২ যাত্রী হোটেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৮| আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:৪৮
অ- অ+

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ে। পাইলট চূড়ান্ত পরীক্ষার সময় এই ত্রুটি ধরা পড়ায় বিমানটি উড়াতে না পেরে গ্রাউন্ডেড রাখা হয়।

২৬২ জন যাত্রী, যার মধ্যে ১৫ জন বিজনেস এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের, প্রায় তিন ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করার পর হোটেলে রাখা হয়। ক্রু সদস্যরাও একই হোটেলে অবস্থান করছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, যন্ত্রাংশের মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে যা আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই বিমান দিয়ে যাত্রীরা দেশে ফিরবেন। বিকল্প ফ্লাইটের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসা এবং কয়েকদিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসার ঘটনা ঘটে।

যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে 'প্লট দুর্নীতি' মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা