সাংবাদিক তুহিন হত্যার আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১২:৫০| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৪:০৭
অ- অ+

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আরমান হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে রাজধানী থেকে তাকে আটক করা হয়। গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত ব্যক্তি যাকে দেখা গিয়েছিল, সে এই আরমান।

এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার স্বাধীন নামের এক আসামিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে এবং পরে শহিদুল নামে আরেক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তুহিন হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালিয়ে আসছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল পর্যালোচনায় সাত সদস্যের কমিটি
আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিনে উপলক্ষে আমরা বিএনপি পরিবারের শ্রদ্ধাঞ্জলি
জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি: রিজভী
যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান বিধ্বস্ত, আগুনে পুড়ল কয়েকটি বিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা