বিজিবির জুলাই মাসের অভিযান: স্বর্ণ, গরু, মাদকসহ ১৭৪ কোটি টাকার মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ২২:২২| আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২:৩০
অ- অ+

দেশের সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি গেল জুলাই মাসে আভিযানিক কার্যক্রমে ব্যাপক সাফলতা পেয়েছে। দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বাহিনীটি।

সোমবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫ হাজার ৪১টি শাড়ি, ৮ হাজার ৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ২৯৬টি তৈরি পোশাক, ২ হাজার ৯৪১ মিটার থান কাপড়, ২ লাখ ৮৯ হাজার ৬১টি কসমেটিকস সামগ্রী, ১০ লাখ ৯১ হাজার ২৭২টি আতশবাজি, ৩ হাজার ৯২১ ঘনফুট কাঠ, ৩ হাজার ৩৪৫ কেজি চা পাতা, ৬৮ হাজার ১২৯ কেজি সুপারি, ১৬ হাজার ১৩৪ কেজি সার, ১০ হাজার ৮৭৫ কেজি কয়লা, ৪০ হাজার ৩৭৩ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪৩টি মোবাইল, ৪৬৮টি মোবাইল ব্যাটারি, ৭ হাজার ৮৬১টি মোবাইল ডিসপ্লে, ৪৬ হাজার ৬৪৪টি চশমা, ৬ হাজার ২৪ কেজি ফল, ৬০৭ লিটার ভোজ্যতেল, ৯৫১ লিটার ডিজেল, ৭ হাজার ৮৩৫ কেজি জিরা, ৫৯১ প্যাকেট বিভিন্ন বীজ, ১৯১ ব্যাগ চিংড়ির পোনা, ১ হাজার ৯৬৩ কেজি কফি, ২ লাখ ২২ হাজার ৮৯৯ পিস চকোলেট, ৯৪৩টি গরু/মহিষ, ২টি কষ্টিপাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ/মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২০৬টি নৌকা, ৫৭টি সিএনজি/ইজিবাইক/রিকশা, ৫৩টি মোটরসাইকেল এবং ৪২টি বাইসাইকেল/ভ্যান।

অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে— ১০টি দেশি–বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫টি গুলির রাউন্ড, ৫০০ গ্রাম গানপাউডার ও ১১টি অন্যান্য অস্ত্র।

এছাড়া গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০ হাজার ৬৮৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৮৭০ বোতল বিদেশি মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ লাখ ৬ হাজার ৬৩৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০ হাজার ৬৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ২৯৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৭ লাখ ৭৩ হাজার ২১২টি বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।

বিজিবি জানায়, এসব অভিযানে ইয়াবাসহ মাদক ও চোরাচালানের অভিযোগে ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২০৪ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪০ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী জোটেও থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
কায়কোবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা