বিজিবির জুলাই মাসের অভিযান: স্বর্ণ, গরু, মাদকসহ ১৭৪ কোটি টাকার মালামাল উদ্ধার

দেশের সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি গেল জুলাই মাসে আভিযানিক কার্যক্রমে ব্যাপক সাফলতা পেয়েছে। দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বাহিনীটি।
সোমবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫ হাজার ৪১টি শাড়ি, ৮ হাজার ৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ২৯৬টি তৈরি পোশাক, ২ হাজার ৯৪১ মিটার থান কাপড়, ২ লাখ ৮৯ হাজার ৬১টি কসমেটিকস সামগ্রী, ১০ লাখ ৯১ হাজার ২৭২টি আতশবাজি, ৩ হাজার ৯২১ ঘনফুট কাঠ, ৩ হাজার ৩৪৫ কেজি চা পাতা, ৬৮ হাজার ১২৯ কেজি সুপারি, ১৬ হাজার ১৩৪ কেজি সার, ১০ হাজার ৮৭৫ কেজি কয়লা, ৪০ হাজার ৩৭৩ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪৩টি মোবাইল, ৪৬৮টি মোবাইল ব্যাটারি, ৭ হাজার ৮৬১টি মোবাইল ডিসপ্লে, ৪৬ হাজার ৬৪৪টি চশমা, ৬ হাজার ২৪ কেজি ফল, ৬০৭ লিটার ভোজ্যতেল, ৯৫১ লিটার ডিজেল, ৭ হাজার ৮৩৫ কেজি জিরা, ৫৯১ প্যাকেট বিভিন্ন বীজ, ১৯১ ব্যাগ চিংড়ির পোনা, ১ হাজার ৯৬৩ কেজি কফি, ২ লাখ ২২ হাজার ৮৯৯ পিস চকোলেট, ৯৪৩টি গরু/মহিষ, ২টি কষ্টিপাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ/মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২০৬টি নৌকা, ৫৭টি সিএনজি/ইজিবাইক/রিকশা, ৫৩টি মোটরসাইকেল এবং ৪২টি বাইসাইকেল/ভ্যান।
অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে— ১০টি দেশি–বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫টি গুলির রাউন্ড, ৫০০ গ্রাম গানপাউডার ও ১১টি অন্যান্য অস্ত্র।
এছাড়া গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০ হাজার ৬৮৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৮৭০ বোতল বিদেশি মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ লাখ ৬ হাজার ৬৩৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০ হাজার ৬৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ২৯৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৭ লাখ ৭৩ হাজার ২১২টি বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।
বিজিবি জানায়, এসব অভিযানে ইয়াবাসহ মাদক ও চোরাচালানের অভিযোগে ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২০৪ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪০ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

মন্তব্য করুন