সৈয়দ জুলকার নাইন ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১৯:০৫
অ- অ+

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ জুলকার নাইন। গত ৭ আগস্ট তিনি একই সঙ্গে হেড অব রিটেইল ব্যাংকিং দায়িত্বও পেয়েছেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

জুলকার নাইন ২০০১ সালে এইচএসবিসি বাংলাদেশ-এ যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে যোগ দেন। ইস্টার্ন ব্যাংকে ১৮ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা লাভ করেন। সর্বশেষ তিনি ব্যাংকের হেড অব বিজনেস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যাংকের ডিসট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণ, রিটেইল বিজনেসের কার্যক্রম জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ইকোসিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্থানীয় ও বহুজাতিক ব্যাংকে ২৪ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন জুলকার নাইন ব্যাংকিং-এর বিভিন্ন খাতে প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং কাস্টমার-ফোকাস্ড ট্রান্সফরমেশন সৃষ্টিতে অনন্য অবদান রেখেছেন।

জুলকার নাইন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক স্বীকৃত একজন প্রফেশনাল। তিনি পেশাগত অসংখ্য প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী বিভিন্ন ইন্ডাস্ট্রি ফোরামে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন। -বিজ্ঞপ্তি।

(ঢাকাটাইমস/১১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরিফুলের চিকিৎসা সম্পন্ন করলেন ড্যাবের চিকিৎসকরা
র‌্যাব বিলুপ্তি নিয়ে ভাবছি না, এটি সরকার দেখবে: ডিজি
যতই ষড়যন্ত্র হোক আমরা সফল হব ইনশাআল্লাহ: তারেক রহমান
রাজনৈতিক দলগুলোর গুণগত পরিবর্তন জরুরি: এ্যানী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা