কমিটি গঠনের ড্যাবের নির্বাচন গণতন্ত্র পরিচর্যার অংশ: ডা. রফিক

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ। বিএনপির প্রত্যেকের মত প্রকাশে বিশ্বাসী। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে।
সোমবার ড্যাবের কাউন্সিল এবং নির্বাচিত নতুন নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. রফিক বলেন, তুমুল প্রতিযোগিতামূলক এ নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদের মধ্যে বিজয়ী পরিষদ ৫২.৮৮% ভোট পেয়ে জয়লাভ করেছে। বিজিত প্যানেল প্রায় ৪৬.৯৪% ভোট পেয়েছে। এই পরিসংখ্যান প্রমাণ করে যে দুটি পরিষদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। চিকিৎসক সমাজের একটি বড় অংশের মধ্যে বিজিত পরিষদের গ্রহণযোগ্যতা রয়েছে। বিজয়ী ও বিজীত দুই পক্ষকেই আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
ডা. রফিক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতে, এক অদৃশ্য শক্তির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তাই বিদ্বেষমূলক মনোভাব ত্যাগ করে একসাথে কাজ করার মানসিকতা প্রকাশ করাই এখন সময়ের দাবি।’
অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে বিজয়ী পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্বাস্থ্য সম্পাদক বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে ঐক্য সুদৃঢ় করে ড্যাবের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। একই সাথে বিজিত পরিষদের প্রতি আহ্বান, বিজয়ী পরিষদের সাথে একাত্ম হয়ে কাজ করে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে।’
বাংলাদেশী জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে, সবাই মিলেমিশে একই লক্ষ্যে কাজ করে দল ও দেশকে এগিয়ে নেওয়া জাতীয়তাবাদী প্রতিটি চিকিৎসকের কর্তব্য বলে মন্তব্য করেন তিনি।
(ঢাকাটাইমস/১১আগস্ট/জেবি/মোআ)

মন্তব্য করুন