গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সোমবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সের ড্রীল শেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। এই সভায় জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জসহ পুলিশ সদস্যরা সরাসরি তাদের সমস্যা ও চাহিদাগুলো তুলে ধরেন। একটি উন্মুক্ত ও আন্তরিক পরিবেশে এসব সমস্যার শুনানি হয় এবং তাৎক্ষণিকভাবে ডিআইজি মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভার শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক গোপালগঞ্জ সদর থানায় নবনির্মিত জুনিয়র অফিসার্স ডরমিটরি ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
এ ধরনের সভা পুলিশের মনোবল বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন