কায়কোবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ২৩:০১
অ- অ+

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে কিছু এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ৩টায় উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে শ্রমিক ইউনিয়নের ব্যানারে এবং বিকাল ৫টায় বাঙ্গরা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে কোম্পানিগঞ্জ বাজারের যাত্রী ছাউনির সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিকালের কর্মসূচিতে বাঙ্গরা বাজারের বিএনপি অফিস থেকে মিছিল শুরু হয়ে থানার আশপাশের এলাকায় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা এনসিপি নেতা মিনহাজ, কবির ও আলমগীরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “তাদের কুরুচিপূর্ণ বক্তব্য শুধু কায়কোবাদের বিরুদ্ধে নয়, মুরাদনগরের প্রতিটি সাধারণ মানুষের প্রতি অবমাননার সামিল।” বক্তারা এই তিন নেতাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং তাদের মন্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানান। অন্যথায় মুরাদনগরের জনগণ ‘উপযুক্ত জবাব’ দেবে বলে হুঁশিয়ারি দেন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “আলহাজ্ব কায়কোবাদ ১৯৮৬ সাল থেকে মুরাদনগরের জন্য অক্লান্তভাবে কাজ করে গেছেন। তিনি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসসহ উপজেলাকে গড়ে তুলেছেন। তাঁর জনপ্রিয়তা আজ অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “বিরোধীরা ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। কায়কোবাদ দাদার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আজ কিছু দুর্নীতিবাজ ও সুযোগসন্ধানী ব্যক্তি সামাজিক মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে।”

শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস মিয়া বক্তব্যে বলেন, “যারা আজ কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যাচার করছে, তারাই কিছুদিন আগেও তাঁর পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল। আজ উপদেষ্টা আসিফ মাহমুদের ছায়ায় থেকে তাঁকে হেয় করার চেষ্টা করছে। তাদের অতীত আমরা জানি। গরুর দালালি করে এখন রাজনীতি করতে চায় – অথচ দুর্নীতি ছাড়া কিছু বোঝে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “৭২ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা না চাইলে কোম্পানিগঞ্জ বাজার থেকেই আমরা আন্দোলনের ডাক দেব।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী জোটে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
বিজিবির জুলাই মাসের অভিযান: স্বর্ণ, গরু, মাদকসহ ১৭৪ কোটি টাকার মালামাল উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা