ভারতে বাংলাদেশি এক শিশুর ওপর নির্মম যৌন নির্যাতন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৪:১১| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৫
অ- অ+

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় তিন মাস ধরে নির্মম যৌন নির্যাতনের শিকার হয়েছে ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু। স্থানীয় পুলিশ ও মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, অন্তত দুই শতাধিক পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বাবা-মায়ের ওপর অভিমান করে ভারতে পালিয়ে যাওয়ার পর মেয়েটি পতিতাবৃত্তি চক্রের হাতে পড়ে। গত ২৬ জুলাই মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানবপাচারবিরোধী ইউনিট, এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশনের সহায়তায় মহারাষ্ট্রের ভাসাই শহরের নাইগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করে।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই বলেন, শিশুটি জানায়—প্রথমে তাকে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়, সেখানে টানা তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তার ওপর যৌন নির্যাতন চালায়। স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকুনির ভয়ে সে পরিচিত এক নারীর সঙ্গে ভারতে পালিয়ে যায়। কিন্তু ওই নারী তাকে প্রতারণার মাধ্যমে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়।

মাথাই আরও জানান, মেয়েটি যেসব ব্যক্তির নাম বলতে পেরেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তারা।

এমবিভিভি পুলিশের কমিশনার নিকেত কৌশিক বলেন, পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে এবং কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। যৌন নির্যাতনের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এডিসি আহত
লিটারে ১৯ টাকা কমলো পাম ওয়েলের, দাম কমেনি সয়াবিনের
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি
গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল পর্যালোচনায় সাত সদস্যের কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা