গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল পর্যালোচনায় সাত সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৫:১৬| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৮
অ- অ+

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (রেট সিডিউল) বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাইয়ের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন অনুবিভাগ-১) আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা শাখা-২)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে— দর তফসিলের আইটেমসমূহের দর বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাইপূর্বক দ্রুত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাজার পরিস্থিতি ও সরকারি প্রকল্প বাস্তবায়নে ব্যয় দক্ষতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুই জাহাজ, ব্যয় ৯৩৫ কোটি ৭১ লাখ
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ
হারুনকে ‘জ্বিন’ ডাকতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আন্দোলন দমনে ছিল নিয়মিত গোপন বৈঠক
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা