সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতে ৭ নির্দেশনা দিয়ে আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৯| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৭:১১
অ- অ+

সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দফা নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে এখন থেকে সচিবালয়ের মধ্যে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত না করা এবং সন্ধ্যা ৬টার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সচিবালয়ে অবস্থান না করার মতো নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার যুগ্ম সচিব জসিম উদ্দীন স্বাক্ষরিত চিঠিতে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:

. বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বারিত করা হলো;

. সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা/সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না;

. সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে;

. সাপ্তাকিত ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে;

. সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে;

. সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গণে কোনোরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না;

. সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।

এই নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় আদেশে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির দুই ডিসি ও তিন এসি নতুন দায়িত্বে
দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে ‘বেলা ও বিকেল’
আদালতে কাঁদলেন ছাগলকান্ডের মতিউর, ধৈর্য ধরতে বললেন বিচারক
আদাবরে চাপাতির মুখে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা