ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৯
অ- অ+

বাংলাদেশ আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে ড. ইউনূস এই তথ্য জানান। তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

বৈঠক শেষে মালয়েশিয়ার ব্যবসায়ীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। দেশের বিনিয়োগ পরিবেশ এখন অনেক বেশি স্থিতিশীল ও ব্যবসায়িকভাবে বন্ধুত্বপূর্ণ।

ড. ইউনূস রোহিঙ্গা সংকটের বিষয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এর টেকসই সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন আসিয়ান এ সংকটের সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

এদিন সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠক হয়, যেখানে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহীম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করেন।

বৈঠকের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রতিনিধিদের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তি প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্পাদিত হয়েছে। পাশাপাশি তিনটি নোট অব এক্সচেঞ্জও স্বাক্ষরিত হয়।

প্রধান উপদেষ্টার তিন দিনের সফরের প্রথম দিনের এই কর্মসূচির পর তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির
শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আদালতে জেড আই পান্নার আবেদন, কিন্তু...
আয়কর রিটার্ন জমা না দিলে বিচ্ছিন্ন হতে পারে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
সাংবাদিক তুহিন হত্যার আরেক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা