ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৭| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:০৯
অ- অ+

শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। এ কার্যক্রম চলবে ১৮ আগস্ট পর্যন্ত এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট।

এছাড়া ১৮টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এবার ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

আগামী ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচ জন সমর্থককে সঙ্গে নিয়ে ফরম তুলতে পারবেন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে এবং ১৯ আগস্ট বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

সব শেষে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রসঙ্গত, ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির
শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আদালতে জেড আই পান্নার আবেদন, কিন্তু...
আয়কর রিটার্ন জমা না দিলে বিচ্ছিন্ন হতে পারে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
সাংবাদিক তুহিন হত্যার আরেক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা