টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১২:৪২
অ- অ+

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অস্টিন পুলিশ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

পুলিশের বিবৃতিতে হতাহত সংখ্যা স্পষ্ট করা হয়নি। তবে অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা জানায়, তারা চারজনকে সহায়তা দিয়েছে, যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সন্দেহভাজনকে সাদা চামড়ার একজন পুরুষ হিসেবে শনাক্ত করা হয়েছে, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের নকশার শার্ট। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে স্থানীয়দের ওই ব্যক্তির কাছাকাছি না যেতে সতর্ক করা হয়।

এই প্রাণহানির ঘটনা এমন সময় ঘটেছে, যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী দ্রুত ছুটে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল পর্যালোচনায় সাত সদস্যের কমিটি
আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিনে উপলক্ষে আমরা বিএনপি পরিবারের শ্রদ্ধাঞ্জলি
জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি: রিজভী
যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান বিধ্বস্ত, আগুনে পুড়ল কয়েকটি বিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা