টি-টোয়েন্টিতে কোহলিকে পেছনে ফেললেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৮:৫২
অ- অ+

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপট দেখিয়ে যাচ্ছেন সাবেক এই অজি ওপেনার। গতকাল সোমবার (১১ আগস্ট) ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলার সময়ই ওয়ার্নার পেছনে ফেললেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।

ইংল্যান্ডের লন্ডন স্পিরিটের হয়ে দারুণ ফর্মে আছেন ওয়ার্নার। চলতি আসরে টানা দুটি অর্ধশতকসহ ৩ ম্যাচে ১৫০ রান করেছেন তিনি, গড় ৭৫.০০ এবং স্ট্রাইক রেট ১৪১.৫০। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

সোমবার ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ক্যারিয়ারের ৪১৯তম টি-টোয়েন্টিতে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। এতেই কোহলির রেকর্ড ভেঙে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।

তবে এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ার্নার রেকর্ড করলেও ১৬৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়নি তার দল লন্ডন স্পিরিট। সতীর্থদের কেউ ২০ রানের বেশি করতে পারেননি। এর আগে ম্যানচেস্টারের হয়ে ফিল সল্ট (৩১ বলে ২০), বেন ম্যাককিনি (১২ বলে ২৯) ও জস বাটলার (৩৭ বলে ৪৬) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪১৪ ম্যাচে কোহলির রান ১৩,৫৪৩ (৯টি শতক ও ১০৫টি অর্ধশতক), স্ট্রাইক রেট ১৩৪.৬৭। আর ওয়ার্নার ১৩৫৪৫ রান (৮টি সেঞ্চুরি ও ১১৩টি হাফসেঞ্চুরি) করতে খেলেছেন ৪১৯টি ম্যাচ। অর্থাৎ কোহলির চেয়ে ৫টি ম্যাচ বেশি খেলেছেন ওয়ার্নার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়ের মালিক। ৫৫৭ ম্যাচে ডানহাতি এই ব্যাটারের রান ১৩৫৭১। অর্থাৎ মাত্র ১৬ রান করলেই শোয়েব মালিককে ছাড়িয়ে যাবেন ওয়ার্নার।

এই তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়ের মালিক, যার রান ১৩,৫৭১ (৫৫৭ ম্যাচে)। মাত্র ১৬ রান করলে মালিককে পেছনে ফেলবেন ওয়ার্নার। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান), দ্বিতীয় স্থানে কাইরন পোলার্ড (৭০৭ ম্যাচে ১৩,৮৫৪ রান) এবং তৃতীয় স্থানে অ্যালেক্স হেলস (৫০৩ ম্যাচে ১৩,৮১৪ রান)।

(ঢাকাটাইমস/১২আগস্ট/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
জেনে নিন এশিয়া কাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সময়সূচি
ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি, যে অভিযোগ
টাইগারদের সামনে আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা