জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে যুব সমাবেশে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, জিয়াউর রহমান সাহেব যেটা তিন বছরের করেছিলেন সেই রকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কী এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারব না। কী পারবেন না আপনারা? পারতে হবে। বরং দরকার হলে গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে, খালের পাড়ে, খামারে-বন্দরে গিয়ে মানুষের মানুষের সঙ্গে কথা বলে মানুষকে উজ্জীবিত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার এটাই হবে আমাদের কাজ।
মির্জা ফখরুল বলেন, ‘এখানে একজন বলেছেন, পার্টি দরকার, যে পার্টির রেভলেশনের লিড করবে অর্থাৎ আমাদের তারেক রহমান সাহেবের যে বিপ্লব সেই বিপ্লবকে সফল করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।
আমরা দৃঢ়ভাবে দেশবাসী আশা করি যে, এই তরুণ জেনারেশন সেই বিপ্লব সফল করবে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদেরকে উইন-ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমরা যদি আমাদের তারেক রহমান সাহেবের সরকার যদি গঠন করতে পারি তার প্রধান যে শর্ত হবে তা হচ্ছে, আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয়তাবাদী যুব দল- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-জাতীয়তাবাদী ছাত্র দল’ এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘‘ বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষনে এসে দাঁড়িয়েছে। আমাদের যুব সমাজ, তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বদলিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এগুতে যাচ্ছি।”
এই কাজে যুব দল-স্বেচ্ছাসেবক দল-ছাত্র দলকে বিশেষ ভূমিকা রাখতে হবে এই উপলব্ধি আপনাদের সকলকে করতে হবে। এই তরুণরা আগামীর বাংলাদেশ গড়তে হবে। আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন কিভাবে রাজনৈতিক প্রস্তুতি নিতে হবে।”
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট(এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, চাঁদাবাজীর বিরুদ্ধে বিএনপি সোচ্চার হয়েছে, অনেক অ্যাকশন নেয়া হয়েছে, অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে কুন্ঠাবোধ করেনি।
চাঁদাবাজি আর করতে দেয়া হবে না এই হোক আন্তর্জাতিক যুব দিবসে ‘নতুন বাংলাদেশ’ এর শপথ।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানীর সভাপতিত্বে ও যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ বক্তব্য রাখেন।
জেবি

মন্তব্য করুন