হিরো আলমের স্ট্যাটাস: কাল বিকাল ৫টায় আমার জানাজা, সবার কাছে ক্ষমা প্রার্থনা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আশরাফুল আলম ওরফে হিরো আলমের একাধিক ফেসবুক পোস্ট ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি নিজের জানাজার সময় ঘোষণা করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
এদিন সন্ধ্যা ৬টার দিকে দেওয়া এক পোস্টে হিরো আলম লিখেছেন, “ক্ষমা করবেন, আপনাদের আর জ্বালাবে না, কাল বিকাল ৫টায় আমার জানাজা।” একই সঙ্গে তিনি জানান, জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ বাসায়।
পরে রাত ৮টার দিকে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, অনেকে আমাকে গালিগালাজ করেন। চলার পথে আমি হয়তো অনেক কষ্ট দিয়েছি, সবার ক্ষমা করবেন। সবাই বলে আমি মারা গেলে অনেক খুশি হবে, বলে আমি মূর্খ, অশিক্ষিত, ভালো করে কথা বলতে পারি না, দেখতে সুন্দর না, সবার পাশে মানায় না। সবাই ভালো থাকবেন।”
স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত জীবনের নানা দুঃখ-কষ্ট ও ক্ষোভের কথাও উল্লেখ করেন। বিশেষ করে স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের অবনতির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, “রিয়ামনি মিথ্যা কথা বলে তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল। আমি রিয়াল ছিলাম। কাল বিকাল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”
মন্তব্য করুন