আয়নাঘর ভেঙেছি, আবার বানালে হেডকোয়ার্টারও ভাঙব’

আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে দেশের গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, 'ডিজিএফআই আপনার-আমার ট্যাক্সের টাকায় চলে, কিন্তু তাদের কোনো দায়িত্ববোধ নেই। মানুষের ওপর ভীতি প্রদর্শন ছাড়া তাদের কাজ নেই।’
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো আপনার আয়নাঘর ভেঙে দিয়েছি। সামনে যদি আবার বানানোর চেষ্টা করেন, আমরা সেই আয়নাঘর কেন, ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেব।’
তিনি বলেন, 'ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলে; তারা কত টাকা খরচ করে তা দেশের মানুষ জানতে পারে না। তাদের কোথাও কোন দায়িত্ববোধ, অ্যাকাউন্টেবিলিটি (জবাবদিহিতা), ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা) নাই। তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা; কিছু বলবি তো আয়নাঘরে নিয়ে আসবো। আরে আমরা তো আপনার আয়নাঘর ভেঙ্গে দিয়েছি। সামনে যদি আয়নাঘর গড়ার প্রচেষ্টা করা হয়, আমরা সেই আয়নাঘর কেন ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দিবো।'
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘দেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটি সংস্কার করতে হবে। যদি সংস্কার করতে না পারেন, আর ট্যাক্সের টাকা নিয়ে যদি মানুষের প্রতি অস্ত্র তাক করেন, দেশের ১৮ কোটি মানুষ কিন্তু ঘুমায় নাই। কয়টা অস্ত্র তাক করবেন? কয়জনকে মারবেন? মৃত্যু মেনে নিয়েছি, এখন যতবার মারবেন, ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাঈদ হয়ে।’
গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে গণমাধ্যম প্রয়োজন, কিন্তু যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল, সেটা আগে ছিল হাসিনা মাধ্যম। এখন আবার কী নাম দেব, সেটা বললে হয়তো চাকরি থাকবে না।’

মন্তব্য করুন