রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১২:০০| আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:১৯
অ- অ+

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. ওবায়দুল মোল্লাকে (৩২) ফরিদপুরের কোতোয়ালি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানাধীন কি পাইলাম মোড় এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে ওবায়দুল মোল্লাসহ কয়েকজন রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ এলাকায় ভিকটিম আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (নম্বর-২৭, তারিখ-২৪/০৭/২০২৫) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং গতরাতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ার শ্রমবাজারে  ‘সিন্ডিকেটে’ জড়িতদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিসিএসএমের উদ্বেগ
এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়
জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন নিয়ে যা বললেন ডা. জাহিদ
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে 'জুলাই কর্নার' উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা