রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল ব্লকেড, ঢাকার সঙ্গে ১৬ জেলার যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১০:৫১| আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:০৪
অ- অ+

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেট অবরোধ করেছেন। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধ চলমান রয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদিত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সাড়া না পেয়ে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবিতে আন্দোলন শুরু করেন। এর পর থেকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাসের মতো কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রবিবার মহাসড়ক অবরোধের মাধ্যমে আন্দোলন তীব্রতর হয়, যার ফলে প্রায় দুই ঘণ্টা ঢাকা ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ অবস্থান নিয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস এবং ঢাকাগামী ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেসের সময়সূচিতে বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের এই আন্দোলন চলমান থাকায় রেল যোগাযোগের স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন নিয়ে যা বললেন ডা. জাহিদ
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে “জুলাই কর্নার” উদ্বোধন
প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশেই আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা