এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১২:৫১
অ- অ+

অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওন তিরোল স্টেডিয়ামে মৌসুমপূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচে ডব্লিউএসজি তিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল এসেছে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। একটি করে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান এডার মিলিতাও ও রদ্রিগো।

গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপেও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলো লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আসন্ন মৌসুমে তাদের সেই শিরোপা খরা কাটানোই মূল লক্ষ্য। সে লক্ষ্যে এমবাপ্পের জোড়া গোলে দাপুটে জয় দিয়ে ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ।

একাদশে গ্রীষ্মকালীন উইন্ডোতে দলে আসা তিন সাইনিং; ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো ক্যারেরাসকে মাঠে নামান কোচ আলোনসো। যার প্রতিদানও পেয়ে যেতে বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১০ মিনিটে এডার মিলিতাওয়ের হেডে প্রথম গোল আসে সফরকারীদের।

তিন মিনিট পর তুর্কি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা গুলারের পাস থেকে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে এমবাপ্পে আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান ৩-০ তে।

প্রথম মৌসুমে রিয়ালের হয়ে মোট ৪৩ গোল করা এমবাপ্পে ৭১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান গুলারের পাস থেকে। কিন্তু স্বাগতিক দলের গোলরক্ষক তাকে থামিয়ে দেন। ৮২ মিনিটে বদলি হিসেবে নামা রদ্রিগো এমবাপ্পের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর দলের চতুর্থ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১৯ আগস্ট লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা
নরেন্দ্র মোদিকে প্রতিবাদপত্র দিয়েছে জাগপা
যুক্তরাষ্ট্র প্রকাশ করল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন
এক বছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প বাতিল, সাশ্রয় ৪২৬ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা