১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১৪:২১| আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৪:৪৪
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী ১৫ আগস্ট (শুক্রবার) সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, জন্মদিনে কেক কাটার কোনো আয়োজন থাকবে না।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ১৫ আগস্ট শুক্রবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকাসহ সারাদেশে বিএনপির সব ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের এসব দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষাবিদ যতীন সরকার মারা গেছেন
বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী
৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা