কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩০

রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জনি, মো. লিটন, মো. শরীফ মোল্লা, মো. জামাল, মো. মনির, মো. সোহাগ মিয়া, মো. নাজমুল, মো. সাকিব, মো. রায়মন, মো. আব্দুর রহমান, মো. সোহেল হোসেন, মো. তুহিন, মো. মেহেদি হাসান, মো. আরিফ গাজী, মো. আকাশ, মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন, মো. মিঠু, মো. নাইম ইসলাম, মো. নাজমুল হোসেন, মো. জনি ইসলাম, মো. সুমন, মো. মামুন হাসান, মো. রিপন, মো. সুজন, মো. ফারুক, সুবেল মিয়া, শুভ কুমার দাশ ও সোহান গাজী।
বুধবার দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএম)

মন্তব্য করুন