দর্শনা সীমান্তে ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই ২২ জনকে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছেন।
আজ বেলা পৌনে তিনটার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৩২ ব্যাটালিয়নের মধ্যে দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬ নম্বরের শূন্য লাইনে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং বিএসএফের ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠক শেষে ২২ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন মহিলা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং হায়দ্রাবাদ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বসবাস করছিলেন।
(ঢাকাটাইমস/১২আগস্ট/মোআ)

মন্তব্য করুন