সাদা পাথর লুটপাটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১৭:৫৭
অ- অ+

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে লুটপাটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদনে দাখিল করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, গঠন করা কমিটিতে প্রধান হিসেবে থাকবেন একজন অতিরিক্ত জেলা প্রশাসক। আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদনে উঠে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিভিন্ন সুপারিশমালা।

এদিকে লুটপাটের ঘটনায় বুধবার সাদা পাথর এলাকায় অভিযান পরিচালনা করেছে দুদক। এসব ঘটনায় প্রভাবশালী স্থানীয় লোকজন জড়িত আছে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পাথর গুলো অবৈধভাবে লুট করার প্রমাণ মিলেছে বলে জানায় দুদক।

দুদক সিলেটের উপ পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সালাম জানান, সাদা পাথরে লুটপাটের সাথে প্রভাবশালী স্থানীয় লোকজন জড়িত আছে। বাণিজ্যিক উদ্দেশ্যে পাথরগুলো অবৈধভাবে লুট করার প্রমাণ মিলেছে। আমরা এটা নিয়ে কাজ করছি। লুটপাটের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করতে এখানে এসেছি।

গত বছরের আগস্ট পটপরিবর্তনের পর থেকেই প্রকাশ্যে লুটে নেওয়া হয় সাদাপাথরের পাথর। গত ১৫ দিনেই একেবারে বিরানভূমিতে পরিণত করা হয়েছে সাদা পাথরকে। এই সময়ে শত কোটি টাকার পাথর লুটে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। কেবল পাথর নয়, নদী তীরের বালিও মাটি খুঁড়েও নিয়ে যাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বপ্নপূরণে দাবাড়ু মুনতাহার পাশে সাবেক ফুটবলার আমিনুল হক
কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন
মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা