ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চলতি মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী ২৩ আগস্ট তিনি আসতে পারেন।
প্রতিবেদনটিতে বলা হয়, এর আগেও ইসহাক দার চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা সফরের পরিকল্পনা করেছিলেন। তবে সে সময় ভারতের সঙ্গে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির কারণে সফরটি স্থগিত হয়ে যায়।
২৩ আগস্ট বাংলাদেশ সফর প্রসঙ্গে ইসহাক দারকে সংবাদমাধ্যম ডন প্রশ্ন করলে তিনি সংক্ষেপে জবাব দেন, ‘হ্যাঁ’। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে তিনি ঢাকা সফর করবেন বলে জানা গেছে।
গত মাসে পাকিস্তান ও বাংলাদেশ পারস্পরিক কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশে নীতিগতভাবে সম্মত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে এক বৈঠকে এ বিষয়ে অগ্রগতি হয়।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ ১৫ বছরের বিরতির পর পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভায় অংশ নিতে ঢাকা সফর করেন। এ ছাড়া গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন তারা।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএম)

মন্তব্য করুন