মন্ত্রী-এমপি-বিচারপতি ও পেশাজীবীদের ফ্ল্যাট-প্লটের কোটা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ২০:০৬
অ- অ+

রাজউক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে প্লট ও ফ্ল্যাট বরাদ্দে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়েছে।

ইতিমধ্যে বৈষম্যমূলক এই কোটাব্যবস্থা বাতিলসহ দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। একই পরিবারের একাধিক বরাদ্দের সুযোগ বন্ধ করা হয়েছে।

আজ বুধবার (১৩ আগস্ট) গৃহায়ণ মন্ত্রণালযের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জুলাই আন্দোলন ঘিরে তাদের বিভিন্ন প্রকল্প এবং সরকারি বিভিন্ন আবাসন প্রকল্পের চিত্র তুলে বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয় জানায়, শেরেবাংলা নগরের ১৭.৪৭ একর জমিতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে।

শাহবাগসহ ৯টি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হয়েছে। আরও ৫৫ জেলায় নির্মাণাধীন। মিরপুরে জুলাই শহীদ পরিবার আহত যোদ্ধাদের জন্য ,৩৮০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আজিমপুরে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য ৮৩৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থবিরোধী পাঁচটি প্রকল্প বাতিল করে সরকারের ৪২৬ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

রাজউক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশেষ অডিটে ২০০৯-২৪ সময়কালে গৃহায়ণ কর্তৃপক্ষের ২৮২টি অনিয়ম চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ১১ কর্মকর্তাকে বরখাস্ত এবং রূপপুর গ্রিন সিটি প্রকল্পে জড়িত ২৫ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।

প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কর্মী নিয়োগ, নীতিমালা হালনাগাদ এবং দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অগ্রগতি হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি
জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না: ডা. তাহের
ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল: নীরব
তিন দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা