স্বপ্নপূরণে দাবাড়ু মুনতাহার পাশে সাবেক ফুটবলার আমিনুল হক

বাংলাদেশের অনূর্ধ্ব-১২ মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন ‘FIDE World Cadet Chess Championship 2025’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু স্পন্সরের অভাবে তার এই স্বপ্নযাত্রা ভেস্তে যেতে বসেছিল। পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আগামী ১৮ সেপ্টেম্বর কাজাখস্তানে শুরু হবে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দাবা আসর। যাতায়াত ও আবাসনের ব্যয়ভার বহনের মতো কোনো স্পন্সর না পাওয়ায় তার অংশগ্রহণ শঙ্কায় পড়ে। এই বিষয়টি নজরে আসে আমিনুল হকের। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক দাবাড়ু মুনতাহার কাজাখস্তান যাওয়া-আসা ও আবাসনের পুরো খরচ বহনের দায়িত্ব নেন।
আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদরের চাষাঢ়ায় মুনতাহার বাসভবনে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে নগদ অর্থ তুলে দেন আমিনুল হক।
মুনতাহা ইতোমধ্যে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের সাথে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়েছেন। আমিনুল হক বলেন, ‘দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। প্রতিভা যেন আর্থিক অভাবে হারিয়ে না যায়- এটাই আমার চেষ্টা। জাতীয়তাবাদী দল আগামীতে দায়িত্ব পেলে খেলাধুলাকে জাতীয় পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা স্থাপন করা হবে। প্রতিষ্ঠা করা হবে স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞ খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
আমিনুল হক আরও ঘোষণা দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে, যাতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পায়।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

মন্তব্য করুন