তিন দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ২২:২৫
অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন।

বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি ফোনে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সফরের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো নিয়ে মালয়েশিয়ার মন্ত্রিসভায় আলোচনা করবেন বলে প্রধান উপদেষ্টাকে জানান। আর সফর আয়োজনের জন্য বিদায়ের আগে বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সরকারপ্রধানের এই সফরে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পাশাপাশি বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের আলোচনায় জোর দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন তিন উপদেষ্টা তৌহিদ হোসেন, ড. আসিফ নজরুল ও ফাওজুল কবির খান। এছাড়াও ছিলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫৯
সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা