শেখ হাসিনাকে আশ্রয়: ফেরত চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিন্দাপত্র জাগপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১৯:৪৬
অ- অ+

গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে `গণহত্যার অভিযুক্ত স্বৈরশাসক অভিহিত করে তাকে দেশটিতে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রতিবাদ ও নিন্দাপত্র পাঠিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে জাগপার পক্ষে বাংলা ও ইংরেজি ভাষায় দুটি প্রতিবাদপত্র ঢাকায় ভারতীয় হাইকমিশনে জমা দেওয়া হয়।

এর আগে জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের স্বাক্ষরিত প্রতিবাদপত্র নিয়ে সকাল ১১টায় আসাদ গেটস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল হাইকমিশনের উদ্দেশে যায়।

প্রতিবাদপত্রে শেখ হাসিনাকে গণহত্যার অভিযুক্ত স্বৈরশাসক আখ্যা দিয়ে তাকে ভারতের আশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেনপ্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা জাগপার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেননি। পরে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের কাছে প্রতিবাদপত্রটি হস্তান্তর করা হয়।

প্রতিবাদপত্রে শেখ হাসিনাকে আশ্রয় ও সুরক্ষা দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করা হয়। এ জন্যদলটি নিন্দা জানায়।

জাগপার দাবি, শেখ হাসিনার কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই এবং তিনি আন্তর্জাতিকভাবে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। তাই তার বিচারের জন্য অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়।

বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকারের 'আধিপত্যবাদী নীতি'র তীব্র সমালোচনা করা হয়। এ ছাড়া, ভারত দীর্ঘদিন ধরে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করছে, সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করা হয় প্রতিবাদপত্রে।

প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ভারতের একতরফা নীতি থেকে সরে এসে দ্বিপাক্ষিক উন্নয়নের পথে এগিয়ে আসা উচিত বলে প্রতিবাদপত্রে অভিমত ভ্যক্ত করা হয়।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি
জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না: ডা. তাহের
ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল: নীরব
তিন দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা