চলতি আগস্টের ১২ দিনে এল ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ২১:০০
অ- অ+

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। প্রতিদিন গড়ে কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের চেয়ে এটি ৩৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি বা ৪৬ শতাংশ বেশি।

আজ বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৪৬ দশমিক ২০ শতাংশ।

গতকাল ১২ আগস্ট এক দিনে প্রবাসীরা দেশে ১০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩৫৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছরের ব্যবধানে বেড়েছে ৩৪ শতাংশ।

পরিসংখ্যান বলছে, গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে কোটি ১৩ লাখ ডলার।

গত ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি
জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না: ডা. তাহের
ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল: নীরব
তিন দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা