রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ ব্লকেডে ট্রেনের শিডিউল বিপর্যয় পশ্চিমাঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১৭:২১
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলপথ ব্লকেড করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-উত্তরবঙ্গ রেলসড়কে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে। বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখার সময় অবরোধ চলছিল।

এর আগে আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, রেলসড়ক টানা ঘণ্টা অবরুদ্ধ থাকায় ইতোমধ্যে শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল চলাচল।

ইতোমধ্যে আটটি ট্রেন আটকা পড়েছে জানিয়ে মোছা. হাসিনা খাতুন বলেন, ‘ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন আটকা পড়েছে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তা আরও বলেন, ধূমকেতু এক্সপ্রেস ২টার দিকে রাজশাহী এসে আবার ৪টায় পদ্মা হয়ে ছেড়ে যাবার কথা ছিল। সিল্কসিটি এক্সপ্রেস ঢাকায় পৌঁছার পর পৌনে তিনটায় আবারও রাজশাহী অভিমুখে ছেড়ে আসার কথা। রংপুর এক্সপ্রেস রংপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামে পৌঁছে আবারও ঢাকায় ফেরার কথা। কিন্তু এসব ট্রেন এখন পর্যন্ত বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। ফলে ভয়াবহ সিডিউল বিপর্যয়ে পড়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেলসড়ক।’

এদিকে দুপুর আড়াইটা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ১০ আগস্ট হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আট বছরেও ক্যাম্পাস নির্মিত হয়নি এটা দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী-শিক্ষক কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এভাবে আর চলতে পারে না। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া তারা ঘরে ফিরবেন না।

প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন।

গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু হয়।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন
মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৩১ সাংবাদিকের বিরুদ্ধে মামলার তদন্ত পিবিআইকে দিলেন আদালত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা