আজমিরীগঞ্জে সাবেক চেয়ারম্যান আমজাদ আবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারকে আবারও আটক করেছে সেনাবাহিনী।
গত ১২ আগস্ট ভোররাতে তার নিজ বাড়ি শিবপাশা থেকে সেনাবাহিনীর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
পরে সেনাবাহিনী আমজাদকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করলে সেখানে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় পাঠিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে আমাদের কাছে পাঠিয়েছে।’
গ্রেপ্তারের আগের দিন আলী আমজাদ দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

মন্তব্য করুন