গাইবান্ধায় হোটেলে নাস্তার টাকা চাওয়ায় গুলি, নারীসহ গুলিবিদ্ধ ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় হোটেলে নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গোলাপ মিয়া (৩৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) এবং সেলিনা বেগম (৪২) নামের এক নারী কর্মচারী আহত হয়েছেন।
আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক, চোরাচালানসহ নানা অপরাধে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো হোটেলে কাজে ব্যস্ত ছিলেন।আজ সকালে গোলাপ হোটেলে এসে নাস্তা করেন। নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম তার কাছে বিল এবং আগের বাকি টাকা চান।
এ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে গোলাপ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে পরপর তিনটি গুলি চালান। গুলিবিদ্ধ অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন হোটেলের নারী কর্মচারী সেলিনা বেগম। তাকেও লক্ষ্য করে গুলি চালান গোলাপ।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে গোলাপ পালিয়ে যান। পরে আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার রাজনৈতিক সম্পৃক্ততা ও পদ-পদবি সম্পর্কেও তদন্ত চলছে।
এলাকাবাসীর দাবি, গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী। সরকার পতনের পরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত গোলাপকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

মন্তব্য করুন