ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ০০:৩০
অ- অ+

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ‘হাজার কোটি টাকা পাচারের’ সঙ্গে ‘সম্পৃক্ত’ থাকার অভিযোগ ওঠা ইনডিপেনডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম. শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম রাতে এ আদেশ দেওয়ার তথ্য সাংবাদিকদের দিয়েছেন।

কমিশনের পক্ষে উপপরিচালক ও এ বিষয়ক অনুসন্ধান দলের প্রধান মুহাম্মদ জয়নাল আবেদীন ইনডিপেনডেন্ট টিভির প্রধান সম্পাদকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানের সময় দুদকের দল ‘বিশ্বস্ত সূত্রে’ জানতে পেরেছে শামসুর রহমান যেকোনো সময় ‘বিদেশে পালিয়ে যেতে পারেন’।

“অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।”

বেসরকারি টেলিভিশন স্টেশন ইনডিপেনডেন্ট টিভিতে বর্তমানে কারাগারে থাকা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ‘অনিয়মের’ মাধ্যমে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদকসহ সরকারের একাধিক সংস্থা।

দুদক সালমান রহমান ও তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের অনুসন্ধান দল গঠন করেছে।

এ অনুসন্ধানের অংশ হিসেবে এ বিষয়ে আদালতে দেওয়া আবেদনে দুদকের অভিযোগ, ”সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের পরিবারের সদস্য এবং অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে।”

দুদকের দাবি, “এ অভিযোগের প্রাথমিক অনুসন্ধানকালে জানা গেছে এম. শামসুর রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সম্পৃক্ত।“

এ অনুসন্ধান কাজের মধ্যে তিনি বিদেশে চলে যেতে পারেন বলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দেওয়া হলেও শামসুর রহমানের সাড়া মেলেনি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ
তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫৯
সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা