শচিনপুত্র অর্জুন তেন্ডুলকারের বাগদানের মাধ্যমে নতুন ইনিংস শুরু, জানুন পাত্রী কে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৩:৫২
অ- অ+

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার। মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বুধবার ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে তার বাগদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কিছু বন্ধু।

ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে পরিচিত ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক। সেই পরিবারের জামাই হিসেবে এবার চুক্তিবদ্ধ হলেন ২৫ বছরের অর্জুন তেন্ডুলকার।

অর্জুন পেশাদার ক্রিকেটার, বাঁহাতি জোরে বোলার। ব্যাটও যথেষ্ট দক্ষ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেন এবং গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। প্রথম শ্রেণির ১৭টি ম্যাচ এবং লিস্ট ‘এ’ ১৮টি ম্যাচে খেলেছেন তিনি।

বাগদানের সঙ্গী সানিয়া চন্দোকও ব্যবসায়ী। তিনি নিজের একাধিক সংস্থা পরিচালনা করেন এবং পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান। সাধারণ জীবনধারা পছন্দ করেন, সমাজমাধ্যমে খুব সক্রিয় নন। জানা গেছে, দীর্ঘদিন ধরে অর্জুন ও সানিয়ার সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্জুনের বাগদান অনুষ্ঠান ঘিরে ক্রিকেট ও সমাজবৃত্তে আনন্দের খবর ছড়িয়ে পড়েছে। শচিন তেন্ডুলকারের মেয়ে সারার সম্পর্ক নিয়ে আগে বিভিন্ন জল্পনা শোনা গেছে, তবে অর্জুনকে নিয়ে এই চমক সবাইকে আনন্দ দিয়েছে।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত
৭ দিনের মধ্যে ভোলাগঞ্জে লুট হওয়া সাদাপাথর ফেরতের নির্দেশ হাইকোর্টের
শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে যান চলাচল বন্ধ
ঘরে বসেই আবেদন করুন সব ধরনের নাগরিক সেবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা